বাড়িতেই বানিয়ে নিন স্ক্যাল্প সিরাম
এই অ্যালোভেরা জেল আগে ভাল করে ফেটিয়ে নিন
এবার এতে মিশিয়ে নিন কোল্ড প্রেস নারকেল তেল
কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন
সবশেষে মেশান অরেঞ্জ এসেন্সিয়ল অয়েল
সব উপকরণ একসঙ্গে ঝাঁকিয়ে নিয়ে সিরাম তৈরি করে নিন। এবার তা কাঁচের বোতলে ভরে দিন। খুশকির জন্য খুবই ভাল এই সিরাম। শুকনো স্ক্যাল্পে ব্যবহার করবেন