পুজোর আগে সবকিছুই নতুন করে সেজে ওঠে। পর্দা, কুশানের কভার, হোম ডেকর সবেতেই থাকে নতুনের ছোঁয়া

বাড়ি সুন্দর কে সাজিয়ে রাখলে মনও ভাল থাকে। মা আসছেন- তাই সবকিছু আবার নতুন করে সাজিয়ে তোলা চাই-চাই

পুজো মানেই আনন্দ চারিদিকে আলো ঝলমল। তাই আলো ছাড়া পুজো মোটেই জমে না

আজকাল নানা রকম ওয়াল পেপার পাওয়া যায়। ওয়াল পেপার আর ল্যাম্প শেডেই দিব্যি কারিকুরি করা যায়

পুরনো সোফা-কুছ পরোয়া নেহি। বদলে ফেলুন কুশান কভার। দেখতে লাগবে নতুন

এককোণায় রাখতে পারেন এরকম স্মার্ট শো-পিস। দেখতে খুবই সুন্দর লাগে

সাদা ট্রান্সপারেন্ট এরকম পর্দা এখন বেশ ট্রেন্ডিং। দেখতেও ভাল লাগে। এছাড়াও এই পর্দায় আলো ভাল খেলে