কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, একমাত্র ব্যথা হলেই বোঝা যায় দাঁতের গুরুত্ব

নিয়মিত ভাবে ব্রাশ না করলে, কুলকুচি না করলে মুখে খাবারের কণা আটকে থাকে

আর এই খাবার মুখে পচতে পচতে সেখান থেকে ক্যাভিটির সমস্যা হয়। মিষ্টিজাতীয় খাবার বেশি খেলেও এই সমস্যা হতে পারে

দাঁতের ব্যথায় খুব ভাল কাজ করে নুন জলে কুলি করলে। তাই রোজ দুবার করে কুলি করতে ভুলবেন না

তোয়ালের মধ্যে বরফের টুকরো নিয়ে মাড়িতে চেপে চেপে দিন। এতেও ব্যথা কমবে

দাঁতের ব্যথার ভাল কাজ করে লবঙ্গ তেলও। আর দাঁতের ব্যথা দূর করতে কাজে আসে লবঙ্গের তেল। এছাড়াও দাঁতের ফাঁকে লবঙ্গ দিয়ে রাখলেও ভাল কাজ হয়

পেয়ার পাতা থেঁতো করে গরম জলে ফেলে ফুটিয়ে নিন। এবার সেই জল মুখে ফেলে ভাল করে কুলকুচি করে নিন। এতেও ব্যথা কমে