পোকা কামড়ালে সবার আগে প্রয়োজন ঘরোয়া চিকিত্সা
রসুনের কোয়া থেকে রস বের করে আক্রান্ত স্থানে লাগালে জ্বালা কমে যায়
মৌমাছি কামড়ালে সেইস্থানে মধু লাগিয়ে দিতে পারেন। দ্রুত আরাম পাবেন।
মাকড়সার বিষ লাগলে দেরি না করে গাওয়া ঘি ব্যবহার করতে পারেন।
বোলতা বা ভিমরুল কামড়ালে, ক্ষতস্থানে চন্দনের পেস্ট লাগান