ডিমের হলুদ অংশের সঙ্গে ২ চা চামচ মধু, অলিভ আর আমন্ড তেল মিশিয়ে মাথার চুলে মেখে নিন। ৩০-৪৫ মিনিট রেখে উষ্ণ গরম জলে দিয়ে ধুয়ে ফেলুন।
মধুর সঙ্গে টকদই, ডিমের হলুদ অংশ আর আমন্ড তেল মিশিয়ে মাথায় ২০ থেকে ২৫ মিনিট রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন
পেঁপের সঙ্গে দই মিশিয়ে থকথকে একটা মাথার মাস্ক তৈরি করুন, তারপর ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিন
আপনার চুলকে খুব ভাল করে নারকেল তেল দিয়ে মালিশ করে নিন। তারপর ১ থেকে ২ ঘণ্টা পর অল্প শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন
২ থেকে ৩ টি অ্যালোভেরা পাতা থেকে রস বের করে সরাসরি মাথার চুলে মেখে নিন। ৩০ থেকে ৪০ মিনিট পরে জল দিয়ে ধুয়ে ফেলুন