গরমের দিনে ত্বকে সবচেয়ে বেশি ময়লা বসে। আর তাই রোদে কোথাও বেরোলে বাড়ি ফিরে আগে ভাল করে মুখ ধুয়ে নেওয়া জরুরি
ট্যন রিমুভ্যাল ফেসিয়াল অতিরিক্ত কিন্তু ভাল নয়। কারণ এর মধ্যে যে কেমিক্যাল থাকে তা আম্াদের ত্বকততের ক্ষতি করে
দুধ, দই, বেসন, কাঁচা হলুদ আর মধু একসঙ্গে মিশিয়ে নিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন বাড়িতেই
নিয়মিত ভাবে এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক থাকবে কোমল। বজায় থাকবে প্রাকৃতিক গ্লো
এই দাগ, ছোপ তুলতে খুব ভাল কাজ করে কিন্তু কাঁচা হলুদ। কাংচা হলুদের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে মাখতে পারলেও ভাল ফল পাবেন