দাঁতের তীব্র ব্যথায় কাবু? রইল ঘরোয়া কিছু টোটকা
রসুনে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ। মাড়ির ও দাঁতের ব্য়াকটেরিয়াকে মেরে ব্য়থা কমাতে সাহায্য করবে।
দাঁতের ব্যথা কম করতে ও মাড়ির যন্ত্রণাকে দ্রত উপশম করতে পেপারমিন্ট চিবোতে পারেন।
আঁক্কেল দাঁতের ব্যাথা বা বুড়ো দাঁতের ব্যথায় আরাম পেতে লবঙ্গ মুখে দিতে পারেন।
দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে পেয়ারার পাতা ব্যবহার করুন। এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমাটরির গুণ।
দাঁতের ব্যথা থেকে দ্রুত আরাম পেতে অল্প গরম জলে নুন দিয়ে কুলকুচি করুন।
ব্যথা থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে ঠান্ডা বরফের সেঁক দিতে পারেন।