দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে সবসময় পেইনকিলারই যথেষ্ট নয়। সাহায্য নিন ঘরোয়া প্রতিকারের।
গরম জলে নুন ফেলে গার্গল করুন। এতে দাঁতের ব্যথা, দাঁতের সংক্রমণ সব কমে যায়।
রসুনের পেস্ট বানিয়ে দাঁতে লাগাতে পারেন। এতেও দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।
লবঙ্গ দাঁতের স্বাস্থ্যের জন্য উপকারী। লবঙ্গ চিবিয়ে খেতে পারেন।
দাঁতে লবঙ্গের তেল ব্যবহার করলেও উপকারী পাবেন। এক্ষেত্রে দাঁতে ৩০ মিনিট লবঙ্গের তেল লাগিয়ে রাখুন।
পেয়ারা পাতার রসও দাঁতের জন্য উপকারী। এই কারণে অনেকেই পেয়ারা ডাল দিয়ে দাঁত মাজেন।
দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে আপনি আদা দিয়ে চা পান করতে পারেন। এতেও আরাম পাবেন।