চিরতরে দূর হবে আরশোলা, কীভাবে?

যতই তাড়াবার চেষ্টা করুন না কেন, ঠিক কোনও না কোনও কোণ থেকে উঁকি দেয় আরশোলার শুঁড়।

ডায়নোসর যুগের এই বিষাক্ত কীট পেটের অসুখের অন্যতম কারণ হতে পারে।

বেকিং সোডার সাহায্যে তেলাপোকা থেকে মুক্তি পাওয়া সবচেয়ে সহজ।

বাথরুমের ড্রেন এবং রান্নাঘরের সিঙ্কের চারপাশে বেকিং সোডা ছিটিয়ে দিলেই বেকিং সোডার গন্ধের জন্য ধারেকাছে ঘেঁষবে না এই কীট।

রান্নাঘরের সিঙ্ক, বাথরুমের নর্দমায় বোরিক অ্যাসিড ছড়িয়ে দিন ৷ এই অ্যাসিডের গন্ধও আরশোলাদের কাছে অসহনীয় ৷

সমপরিমাণ সাদা ভিনেগার ও জল মিশিয়ে এই দ্রবণ ড্রেনে ঢেলে দিন। ভিনিগারের গন্ধে সহ্য করতে পারে না তেলেপোকা।

ড্রেনের মাঝখানে ফুটন্ত জল ঢেলে ড্রেনের ভেতরে জমে থাকা ময়লা যেমন পরিষ্কার হবে তেমনি তেলাপোকাও মারা যাবে।