পাতলা ভুরু কারও পছন্দ নয়। তাই ঘন ভুরু পেতে আইব্রো পেনসিলের সাহায্য নেন অনেকেই।

কিন্তু পেনসিল দিয়ে ভুরু আঁকলে তা ক্ষণস্থায়ী হয়। তাই দীর্ঘস্থায়ী সমাধানের প্রয়োজন থেকেই যায়।

তবে, ঘরোয়া টোটকা জানা থাকলে আর আইব্রো পেনসিলেরও প্রয়োজন নয়।

ঘন ভুরু পেতে আপনি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ক্যাস্টর অয়েল লাগাতে পারেন।

ক্যাস্টর অয়েলের ঘনত্ব বেশি থাকে, তাই ইয়ার বাডের সাহায্যে ভুরুতে লাগিয়ে নিন এই তেল।

ক্যাস্টর অয়েল না পসন্দ হলে, ব্যবহার করতে পারেন নারকেল তেলও।

ক্যাস্টর অয়েল হোক নারকেল তেল, রাতে লাগানো পর সকালে অবশ্যই মুখ ধুয়ে নেবেন।

ভুরু ঘন করতে কার্যকর অ্যালোভেরা। দিনের যে কোনও সময় অ্যালোভেরা জেল লাগাতে পারেন।

অ্যালোভেরা জেল ভুরুতে মালিশ করুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।