স্ট্রেস, বয়সজনিত কারণ, ধূমপান বিভিন্ন কারণে চোখের তলায় গাঢ় হচ্ছে কালো দাগ?
অনেক রুপচর্চা করেও ফল হচ্ছে না? সমাধান লুকিয়ে আপনার হেঁশেলেই
ফ্রিজে রাখা ঠান্ডা শশা দু'-টুকরো করে চোখের উপর দিয়ে দিন। এতে দূর হয় কালো দাগ
তুলোতে খানিকটা গোলাপ জল নিয়ে চোখে দিন। ফল পাবেন
ডার্ক-সার্কেল তুলতে সাহায্য করে টি-ব্যাগ
চা বানানোর পর টি-ব্যাগ ফেলে না দিয়ে চোখের উপর দিয়ে রাখুন
কাঁচা দুধেও দূর হয় ডার্ক সার্কেল। ফোটানোর আগে খানিকটা দুধ নিয়ে চোখের নীচে লাগিয়ে নিন