তিন চামচ নারকেল তেল নিন।
এতে ৩ টুকরো আমলকি মেশান।
আর এতে ১ চামচ মেথি দানা মিশিয়ে দিন।
এবার এই তেলের মিশ্রণটা ১০ মিনিট ফুটিয়ে নিন।
তেল ঠান্ডা করে এটি স্ক্যাল্পে ও চুলে লাগান।
৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।
এই তেলটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন।