দাঁতে প্রবল যন্ত্রণা কমানোর ঘরোয়া অব্যর্থ দাওয়াই!
দাঁতের মাড়ি বা দাঁত ব্যথা হলে ঠান্ড সেক বা কোল্ড কমপ্রেস দিন। চটজলদি আরাম পাবেন।
ব্যথা কমাতে এক গ্লাস উষ্ণ জলে নুন মিশিয়ে বারে বারে কুলকুচি করুন।
যে দাঁতে ব্যথা হচ্ছে, সেই দাঁতের গোড়ায় রসুনের তেল লাগিয়ে নিন। বা এক কোয়া রসুন থেঁতো করেও দিতে পারেন।
লবঙ্গের তেল ২ ফোঁটা দাঁতের গোড়ায় দিতে দিন। আরাম পাবেন।
হাইড্রোজেন পারোক্সাইড-যুক্ত মাউথওয়াশ দিয়ে কুলকুচি করলে মুখের ভিতর ব্যকটেরিয়াগুলি নির্গত করা যায় সহজে। তাতে ব্যথা অনেকটাই কমে যায়।