চুল পড়ার সমস্যা সহজে পিছু ছাড়ে না। তবে, আমলকি ব্যবহারে সুফল মিলতে পারে।
আমলকির মধ্যে বেশ ভাল পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটাই চুল পড়া কমাতে সাহায্য করে।
বাজারে আমলকির হেয়ার অয়েল পাওয়া যায়। এগুলো চুলের জন্য বেশ উপকারী।
পাশাপাশি আপনি বাড়িতেও আমলকির তেল বানিয়ে নিতে পারেন। এতেও চুল পড়া কমবে।
আমলকি থেঁতো করে নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিন। তেলের রং বদলাতে শুরু করে আঁচ বন্ধ করে দিন।
এই আমলকির তেল আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন। এছাড়া আমলকির রস স্ক্যাল্পে লাগান।
আমলকির রস স্ক্যাল্পে লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতেও চুল পড়ার সমস্যা কমে যাবে।