পাকা চুল ঢাকতে আজও বহু মহিলার ভরসা হেনা।

হেনা প্রাকৃতিক উপাদান। এটি ধূসর ভাব দূর করার পাশাপাশি চুলকেও ভাল রাখে।

কিন্তু হেনার পেস্ট তৈরিতে ও ব্যবহারে ছোট্ট ভুল কমবেশি সকলেই করে থাকেন।

হেনা শুধু জলে ভিজিয়ে রেখে পেস্ট বানালে চলবে না। মানতে হবে ছোট টিপস।

হেনার সঙ্গে কফির গুঁড়ো মিশিয়ে জলে ভিজিয়ে রাখুন।

যদি ১০০ গ্রাম হেনার ব্যবহার করেন, তাহলে ১ চামচ কফি মেশান তাতে।

হেনা ও কফির গুঁড়ো সারারাত ধরে জলে ভিজিয়ে রাখার পর এতে ১টা লেবুর রস মিশিয়ে দিন।

লেবুর রস মেশানোর পর মিশ্রণটি আরও ৩-৪ ঘণ্টা রেখে দিন।

তারপর এই মিশ্রণটি চুলে লাগান। এতে পাকা চুলের সমস্যা নিমেষে দূর হয়ে যাবে।