মধু ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে।

সাধারণ ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা হয় মধুকে। তবে মুখ পরিষ্কারও করতে পারেন।

ফেসওয়াশ শেষ হয়ে গেলে মধু দিয়ে মুখ পরিষ্কার করে নিন।

১/২ কাপ মধুর সঙ্গে ১/২ কাপ দুধ মিশিয়ে নিন।

মিশ্রণটা ভাল করে মিশিয়ে নিয়ে ত্বকের উপর লাগান।

শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।

এতে ত্বকের জমে থাকা সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং জেল্লা বজায় থাকবে।