মাথা হাত দিলেই মুঠো মুঠো চুল উঠে আসছে। কীভাবে বন্ধ করবেন চুল পড়া?

চুল পড়ার পিছনে হরমোনের ভারসাম্যহীনতা, মানসিক চাপ, লিভারের গণ্ডগোল দায়ী থাকে।

অনেক সময় অত্যধিক চুলে স্টাইল করলে, হিট প্রয়োগ করলে চুল পড়া বাড়ে।

চুল পড়াকে নিয়ন্ত্রণ করতে নিয়মিত মাথায় তেল মালিশ করা জরুরি।

কিন্তু নিয়মিত তেল মালিশ করে আবার শ্যাম্পু করার সময় কারও কাছে থাকে না।

তাই তেলের তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করুন। বাঁচবে সময় ও কমবে চুল পড়া।

ডিমের হলুদ অংশের সঙ্গে অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন।

এবার এই হেয়ার মাস্ক স্ক্যাল্প ও চুলে ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করুন।

তারপর ঠান্ডা জল দিয়ে শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক সপ্তাহে ১ দিন ব্যবহার করতে পারেন।