পাকা পেঁপে মুখে লাগালে গরমে আপনি পেতে পারেন জেল্লাদার ত্বক।

পাকা পেঁপের মধ্যে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী।

বলিরেখা, সান ট্যান, পিগমেনটেশনের সমস্যা দূর করতে সাহায্য করে পাকা পেঁপে।

পাকা পেঁপেকে চটকে মেখে নিন। এতে কাঁচা দুধ মিশিয়ে ত্বকের লাগাতে পারেন।

শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের বার্ধক্য সহজেই এড়ানো যায়।

ট্যান তুলতেও ব্যবহার করতে পাকা পেঁপে। পাকা পেঁপে, কলা ও ডিমের পেস্ট বানিয়ে নিন।

এই ফেসপ্যাক ২০ মিনিট মুখে লাগিয়ে রাখলেই আপনার ট্যানের সমস্যা দূর হয়ে যাবে।