প্রতি সপ্তাহে শিট মাস্ক কিনতে অনেক টাকা খরচ হচ্ছে? বাড়িতে বানিয়ে নিন।
ফেসিয়াল মাস্ক শিট কিনে নিন। প্রয়োজনে বেবি ওয়াইপও ব্যবহার করতে পারেন।
চাল ধোওয়া জল সংরক্ষণ করে রাখুন। এতে পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন।
এবার চাল ধোওয়া জলে শিট মাস্কটা ডুবিয়ে রাখুন। এই অবস্থাতে এটা ফ্রিজে রেখে দিন।
আধ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করুন ওই শিট মাস্ক। ঝরিয়ে মুখে লাগিয়ে নিন শিট মাস্ক।
আধ ঘণ্টা মুখে লাগিয়ে রাখুন ওই শিট মাস্ক। এই সময়ের মধ্যে ত্বক তরল শুষে নেবে।
তারপর মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ব্যস আপনি গরমে পেয়ে যাবেন 'কুল' ত্বক।