আবহাওয়ার খামখেযালিরনায় সকলেই অস্থির
কখনও কাঠফাটা রোদে প্রাণ বেরিয়ে যাচ্ছে তো আবার কখনও এমন বৃষ্টি যে জল দাঁড়িয়ে যাচ্ছে
গত কয়েকদিন ধরে বাতাসে আর্দ্রতার পরিমাণ খুবই বেশি
আর এই কারণেই কষ্ট বেশি হচ্ছে, একদম চিটচিটে ঘাম হচ্ছে শরীরে
ভ্যাপসা গরমে মুখের ক্লান্তি দূর করতে লাগিয়ে নিন এই উবটান
একদম ঘরোয়া উপায়েই বানিয়ে নিতে পারবেন এই উবটান, যা আগেকার দিনে ব্যবহার করা হত
তবে এই উবটান লাগানোর আগে মুখ খুব ভাল করে ধুয়ে নেবেন
একটা বাটিতে দু থেকে তিন চামচ আটা, এক চামচ হলুদ খুব ভাল করে মিশিয়ে নিতে হবে
এবার একচামচ সরষের তেল মিশিয়ে নিন এতে সঙ্গে দিন বড় ৩ চামচ কাঁচাদুধ। এবার তা মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে তুলে দিন