কোমল ও মসৃণ চুল পেতে টক দই ব্যবহার করুন।

টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে।

এটি স্ক্যাল্পকে এক্সফোলিয়েট করে এবং জমে থাকা ময়লা দূর করে।

দই দিয়ে ডিপ কন্ডিশনিং করলে চুলের জেল্লা বাড়ে।

প্রথমে চুলে শ্যাম্পু করে নিন। কন্ডিশনার লাগাবেন না।

চুল শুকিয়ে গেলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত দই মেখে নিন।

আধ ঘণ্টা রাখার পর পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।