ভারতীয় বাজারে Honda-র জনপ্রিয়তা তুঙ্গে।
বেশ কয়েক বছর SUV আনেনি কোম্পানিটি।
বাজারে হন্ডার চার চাকা গাড়ির আগমন বন্ধ ছিল।
কিন্তু এবার একটি সুখরব দিল কোম্পানিটি।
2030 সালের মধ্যে 5টি SUV আনবে Honda।
সব ক'টিই হবে ইলেকট্রিক গাড়ি।
ভারতে ফের তাদের বাজার ফিরে পাওয়ার চেষ্টা করছে হন্ডা।
সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
সামগ্রিক বাজারের 50 শতাংশ দখল করাই এখন হন্ডার উদ্দেশ্য।