খাবারের পাশাপাশি রূপচর্চায় বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে মধু

তবে অনেকেরই জানা নেই মধু ব্যবহারের সঠিক নিয়ম

প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে মধু। এর মধ্যে আছে গুরুত্বপূর্ণ কিছু উপাদানও

ত্বকের আদ্রতা ধরে রাখতে, বলিরেখা কমিয়ে ত্বক টানটান করতে ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বক সুরক্ষিত রাখতে মধুর জুড়ি নেই

পাশাপাশি এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিকর নানান উপাদান। যা ত্বককে ভিতর থেকে ভাল রাখে

মধুতে আছে এনজাইম যা ত্বক ও লোমকূপের গভীরে জমে থাকা ময়লা পরিষ্কার করে

২ চামচ জোজোবা অয়েল, ১ চামচ মধু আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে রোজ মুখে লাগান। ২০ মিনিট রেখে ইষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন। এতেই ফিরবে জেল্লা