মধু দিয়ে অনেকেই রূপচর্চা সারেন। কিন্তু এর গুণ কতটা, তা কি জানেন?

অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ মধু। তাই ব্রণর সমস্যা আপনার ধারে কাছে ঘেঁষবে না।

মধুতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল উপাদানও। মধু ত্বককে জীবাণু মুক্ত রাখে।

মৃত কোষ তুলে ত্বককে নতুন প্রাণ এনে দেয় মধু।

আর ত্বকের আর্দ্রতা বজায় রাখার ক্ষেত্রে পারদর্শী মধু।

অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় মধু মাখলে সহজে ত্বকে বার্ধক্য আসে না।

নিয়মিত মধু মাখলে ত্বকের জেল্লা বেড়ে যায়। তাই মধু থাকুক আপনার স্কিন কেয়ার রুটিনে।