4th January, 2024

কোন দেবতার কোন পাখি সবচেয়ে বেশি পছন্দের?  

credit: istock

TV9 Bangla

নতুন বছরে দুই গ্রহের রাশি বদলে বেশ কিছু রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে। উজ্জ্বল হবে ভবিষ্যত জীবন। কোন কোন গ্রহের জীবনে আসবে অর্থ-সৌভাগ্য-সাফল্য।

জানুয়ারি মাসে , ১০০ বছর পর সূর্য ও শনি, একসঙ্গে রাশি পরিবর্তন করতে চলেছে। গ্রহের রাজা সূর্যদেব উত্তরাষাধা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে।

অন্যদিকে. কর্ম ও ন্যায়ের দেবতা শনিদেব শতাব্দী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। গ্রহ-নক্ষত্রের পরিবর্তনের জেরে কর্কট, সিংহ ও ধনু ভাগ্য বদলে যাবে।

সিংহ রাশি: সূর্য ও শনির রাশির পরিবর্তনের কারণে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। সূর্যের শুভ প্রভাবে সব ধরনের রোগ দূর হতে চলেছে।

 শনি গ্রহের প্রভাবে সমস্ত নষ্ট কাজ শুধরে যাবে। পাওনা অর্থ উদ্ধার হবে এই সময়। প্রেমে সাফল্য জুটবে। সূর্য ও শনির আশীর্বাদে সন্তান লাভ করতে পারেন নিঃসন্তানরা।

কর্কট রাশি:  সূর্য ও শনির রাশির পরিবর্তনে কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। প্রতিটি কাজে সাফল্য পাবেন আপনি।

কর্কট রাশি:  সূর্য ও শনির রাশির পরিবর্তনে কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। প্রতিটি কাজে সাফল্য পাবেন আপনি।

নতুন ব্যবসা শুরু করার প্ল্যান করলে এই সময় অনুকূল হবে। আর্থিক সুবিধা পাবেন এতে। সমাজে সুনাম বৃদ্ধিও হবে।

ধনু রাশি: এই রাশির উপর পজিটিভ প্রভাব ফেলতে চলেছে। ভাগ্য সহায় থাকায় প্রতিটি কাজে সাফল্য পাবেন। পিতা ও বন্ধুর সাহায্যে সব কাজ সম্পন্ন হবে। বিবাদের অবসান হবে।

বাড়িতে শুভ কাজ সম্পন্ন। পরিবারের সকলেই সুস্থ থাকবেন। কাজের জন্য বিদেশ যাত্রা সম্ভব হতে পারে। এই সময়টা আপনার সময় দারুণ কাটবে।