জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, জন্মের মাস মানুষের ভাগ্যের উপর বিশাল প্রভাব ফেলে। কেননা, জন্মমাসের রকমফের অনুযায়ী, প্রতিটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হয়।
জ্যোতিষ মতে, জুলাই মাসে যাঁদের জন্ম হয় তাঁরা খুব আশাবাদী, হাসিখুশি এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয়।
জুলাই মাসের জাতকরা খুবই ইতিবাচক হয়ে থাকে। প্রতিটি পরিস্থিতির ভাল দিকটা নিয়ে ভাবতে চান তাঁরা।
জুলাই জাতকরা খুবই আবেগপ্রবণ মানুষ হন। এই কারণে তাঁরা অনেক সময়ই দুঃখ পান। তবে এই মাসের জাতকের একটা আগে থেকে কোনও দুর্ঘটনার আভাস পাওয়ার দারুণ ক্ষমতা থাকে।
জ্যোতিষ শাস্ত্র বলছে, আগামী কয়েকমাস এদের জীবনে খুব বড় শুভ পরিবর্তন আসতে চলেছে। প্রচুর অর্থের যোগও রয়েছে।
নতুন করে প্রেমেও পড়তে পারেন। তবে সাবধান, কোনও পুরনো বন্ধুর থেকে আঘাত পেতে পারেন।
জুলাই মাসের জাতকরা খুব তাড়াতাড়া মানুষকে বিশ্বাস করে ফেলেন। এরফলে অনেক সময়ই তাঁরা বিপাকে পড়েন। আগামী কয়েকমাসে দুম করে কাউকে বিশ্বাস না করাই ভাল।
জ্যোতিষ শাস্ত্র বলছে, জুলাই মাসের জাতকরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাসী এবং একটি উষ্ণ হৃদয়ের অধিকারী হয়ে থাকে।