ফ্রেঞ্চ রিভেরায় পারফেক্ট লিটল কালো ড্রেস আর সোনার জুয়েলারির ঝলক ছিল দেখার মত। সঙ্গে পারফেক্ট বোল্ড রেড পাউট।
গোলাপি-লালে অসাধারণ গাউনে তাক লাগিয়ে দিয়েছিলেন ।
ভ্যালেন্টিনোয় মিনি ড্রেসে আগুন ঝরালেন দক্ষিণের এই নায়িকা।
ফের সব্যসাচীর চমক। গ্ল্যামারাস এমব্রডারড ব্ল্যাক টুসে পোর্টেট গাউন, সঙ্গে বেঙ্গল টাইগার বেল্টে ভিনটেজ লুকে অদিতি।
শাড়ি, গাউন, প্য়ান্টস্যুট-সবতেই উজ্জ্বল উপস্থিতি অদিতি রায় হায়দিরির।
প্রথম লুকের জন্য অদিতি বেছে নিয়েছিলেন সব্যসাচীর এমব্রয়ডারড অরগ্যানজা শাড়ি ও সুন্দর আইভরি শাড়ি।