ফোন জলে পড়লে এই পাঁচটি উপায় ফলো করুন।
ফোনের ভিতরে থাকা সিম কার্ড, মেমোরি কার্ড খুলে ফেলুন।
ভুলেও ফোনের সুইচ অন করবেন না।
জল থেকে সরানোর পর একটি টিস্যু পেপার দিয়ে ভালভাবে মুছে নিন।
জল মোছার পর ফোনটিকে বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন।
শুকানোর জন্য কোনও হিটার ব্যবহার করবেন না।
প্রায় এক বা দু'দিন চালের ড্রামে রেখে দিন।