তীব্র গরমে এসি ছাড়া চলা দায় হয়েছে অনেকের কাছেই
তবে সারাক্ষণ এসি যুক্ত ঘরে থাকা স্বাস্থ্য়ের জন্য ভাল নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা
জানেন কি দীর্ঘক্ষণ এসিতে থাকলে ক্ষতি হয় ত্বকেরও?
এসির কৃত্রিম হাওয়ায় নষ্ট হয় ত্বকের ভারসাম্য
এসির বাতাস খুব শুষ্ক হওয়ায়, তা ত্বকের আর্দ্রতার উপর প্রভাব ফেলে
ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। সেই সঙ্গে কারও আবার চুলকানির সমস্যাও হয়
ত্বকের নীচের আবরণটা শুকিয়ে যায়