অনেকেই ক্রোমের এই ফিচারটির ব্যাপারে জানেন না।

নিজের Chrome browser-এ গেম খেলতে পারবেন।

তার জন্য লাগবে না কানও ইন্টারনেট কানেকশন।

অফলাইন থাকা অবস্থায় ব্রাউজারে কোনও ওয়েবসাইট টাইপ করে সার্চ করুন।

আপনাকে 'No internet' লেখা একটি পেজ দেখানো হবে।

পেজটির ওপরে একটি dinosaur-এর ছবি দেখতে পাবেন।

সেই সময় কম্পিউটারের কিবোর্ডে 'space bar'-এ প্রেস করতে হবে।

তখনই গুগল ক্রোমে গেম চালু হয়ে যাবে।