শ্রাবণ মাস মানেই বাবা ভোলেনাথকে তুষ্ট করার সেরা সময়। শ্রাবণ মাসের সোমবার করে শিবের নামে উপবাস রেখে শিবলিঙ্গর মাথায় জল ঢালেন শিবভক্তরা।
শ্রাবণের সোমবার হল শিবভক্তদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। মহাদেবকে তুষ্ট করতে প্রতি সোমবার অনেকেই নির্জলা উপবাস রাখেন।
বিশেষ আচারবিধি মেনে শিবলিঙ্গ জলাভিষেক করলে জীবনভর সংসারে সুখ-শান্তি বজায় থাকে। মনের ইচ্ছে পূরণ হতে পারে।
শিবমন্দিরে এইসময় শিবভক্তরা শিবলিঙ্গের মাথায় গঙ্গাজল, দুধ, পঞ্চামৃত নিবেদন করেন। শিবলিঙ্গের উপর জলভরতি কলস রেখে জল নিবেদন করার রীতি রয়েছে।
কিন্তু জানেন কি, এই ভাবে জলাভিষেক করার পদ্ধতি একেবারেই ভুল। সঠিক পদ্ধতিটি যে কী, তা অনেকেই জানেন না। সঠিক পদ্ধতিটা কী হতে পারে, তা জানুন
সনাতন ধর্মে শিবভক্তরা নিয়মিত শিবের উপাসনা করেন। অধিকাংশই শিবলিঙ্গে ভুল উপায়ে জল নিবেদন করে থাকেন। কলস থেকে সরাসরি শিবলিঙ্গে জল নিবেদন করা ঠিক, কিন্তু এটাও ভুল।
শিবলিঙ্গের দিকে মনোযোগ করে দেখলে বুঝতে পারবেন যে, প্রথম পর্য়ায়ে গণেশ উপস্থিত থাকেন। দ্বিতীয় ধাপে থাকেন কার্তিক ও মাঝখানে পুরু রেখাটিতে থাকেন শিবের কন্যা অশোক সুন্দরী।
এমন দেখতে শিবলিঙ্গই হল উত্তম। একেই সঠিক শিবলিঙ্গ বলে মনে করা হয়। দেবী পার্বতীর হাতের তালুতে বর্তমান থাকেন। সঠিক উপায়ে কীভাবে জল অর্পণ করবেন?
জল নিবেদন করার সময় প্রথমে শিবলিঙ্গে গণেশকে জল অর্পণ করুন। তারপর কার্তিককে, ও তারপর শিবকন্যাকে জল নিবেদন করুন।
তারপর শিবলিঙ্গের চারপাশে জল নিবেদন করুন ও উপরের দিকে আবার জল ঢালুমন। এই পদ্ধতির কথা উল্লেখ রয়েছে শিবপুরাণে।