তাড়াহুড়ো করে খাবার খেতে গেলে অনেক সময়ই জিভ পুড়ে যায়

অন্যমনস্ক ভাবে চায়ের কাপে চুমুক দিলেও কিন্তু এই সমস্যা হয়

জিভ পুড়ে গেলে খুবই অস্বস্তি হয়, সঙ্গে অন্য কোনও খাবার খেতেও সমস্যা হয়

তাই জিভ পুড়লেই প্রথমে ঠান্ডা জল খান। কয়েক ঘন্টা পর পর চুমুক দিন ঠান্ডা জলে, দেখবেন আরাম লাগছে

এককাপ জলে নুন ফেলে তা দিয়ে বার বার কুলকুটি করুন। এতেও জিভের জ্বালা, পোড়া ভাব দূর হয়ে যায়

পোড়া জিভের উপর আইসক্রিম কিছুক্ষণ চেপে রাখুন, না থাকলে বরফ দিন তাতেও কাজ হবে

পোড়া জায়গায় কিছুক্ষণ মধু বুলিয়ে রেখে দিন, এতেও কিন্তু ভাল কাজ হয়