সকালের চায়ে চা পাতার সঙ্গে জলে ফেলে দিন লেমনগ্রাসের পাতাও।

রোজ সকালে লেমনগ্রাসের চা পান করলে বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা।

লেমনগ্রাসের চা শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে।

লেমনগ্রাসের চায়ের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান।

পেটের গণ্ডগোল থেকে মুক্তি পেতে আপনি এই চা পান করতে পারেন।

লেমনগ্রাসের চা মেটাবলিজম হার বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে।

পটাশিয়ামে সমৃদ্ধ লেমনগ্রাসের চা। তাই এই পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।

ভিটামিন এ, সি-তে পরিপূর্ণ লেমনগ্রাসের চা। এটি ত্বক এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা।

ঋতুস্রাবের সময় তলপেটের ব্যথা, পেশির যন্ত্রণা কমাতে সাহায্য করে লেমনগ্রাসের চা।