ফ্রিজ এখন অনেকেরই বাড়িতে সবসময় ব্যবহার করা হয়।

কেউ রান্নাঘরে রাখেন, কেউ আবার ডাইনিং রুমে নির্দিষ্ট জায়গায় রাখেন।

অনেকেই জানেন না, ফ্রিজ দেওয়াল থেকে সঠিক দূরত্বে না রাখলে দ্রুত নষ্ট হয়ে যায়।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, দেওয়াল থেকে অন্তত 8-10 ইঞ্চি দূরে রাখতে হবে ফ্রিজ।

দেওয়াল থেকে ফ্রিজ কিছুটা দূরে রাখলে তাপ নির্গমন ভালভাবে হয়।

ফ্রিজের সামনে আর কোনও ইলেকট্রিক ডিভাইস না রাখাই ভাল।

যেসব ডিভাইস থেকে তাপ নির্গমন হয়, সেগুলি ফ্রিজের সামনে রাখবেন না।