ছোটখাটো কাটাছেঁড়া, ফোস্কায় ব্যান্ডেডই ভরসা।
ব্যান্ডেড ক্ষতকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
পাশাপাশি ব্যান্ডেড লাগিয়ে রাখলে ক্ষত দ্রুত নিরাময় হয়ে যায়।
ক্ষতস্থানকে জল, ময়লা, ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে ব্যান্ডেড।
অনেক ক্ষেত্রে ২-৩ দিনের বেশিও ব্যান্ডেড লাগিয়ে রাখতে হয়।
কিন্তু ১টা ব্যান্ডেড কতদিন পর্যন্ত ক্ষতস্থানে লাগিয়ে রাখা যায় জানেন?
১ দিন পর ব্যান্ডেডের ভিতর থাকা ওষুধ কাজ করা বন্ধ করে দেয়।
১টা ব্যান্ডেড ১ দিনের বেশি ক্ষতস্থানে লাগিয়ে রাখা উচিত নয়।
তাই যতক্ষণ না ক্ষত সারছে প্রতিদিন ব্যান্ডেড পরিবর্তন করুন।