celling fan 7

এসি হোক বা কুলার, এই গরমে গৃহস্থ বাড়িতে সিলিং ফ্যানের বিকল্প নেই।

celling fan

এখন সব বাড়িতেই 24X7 সিলিং ফ্যান চলছে।

celling fan

একটা সিলিং ফ্যানের আয়ু কত বছর হতে পারে, আইডিয়া আছে?

celling fan

সিলিং ফ্যানের গড় বয়স হতে পারে 8-10 বছর।

যত্ন নিলে অবশ্য ফ্যানের আয়ু বাড়ানো যেতে পারে 15-20 বছর অবধি।

ফ্যান থেকে আওয়াজ এলে সেক্ষেত্রে সার্ভিসিং করলে তা আরও কিছু বছর চলে যায়।

তবে ফ্যান চলতে চলতে কাঁপতে থাকলে বুঝতে হবে সেটির আয়ু বেশি নেই।