এই গরমে গাড়িতে উঠলেই সবার আগে এসি চালিয়ে দেন বহু মানুষই।
এসি চালালে কতটা জ্বালানি খরচ হয়, সেই বিষয়ে জানেন না বেশিরভাগ মানুষই।
এসি-র জন্য কত টাকা খরচ হচ্ছে, তা জানা উচিত।
গাড়ির এসি অল্টারনেটর থেকে পাওয়া বিদ্যুতের সাহায্যে চলে, যা আসে জ্বালানি তেল থেকে।
গাড়িতে 1 ঘণ্টা এসি চালাতে প্রায় 1 থেকে 1.2 লিটার জ্বালানি তেল খরচ হতে পারে।
গাড়িতে এসি চালালে মাইলেজে 5-10 শতাংশ পর্যন্ত প্রভাব পড়ে।
গাড়িতে এসি ব্যবহার করলে প্রায় 8-10% পেট্রোল এবং ডিজেলের খরচ বাড়ে।