ফুল ঘরে অন্য মাত্রা যোগ করে

এক মুহূর্তে মন ভাল করা থেকে শুরু করে সৌন্দর্যের বার্তা-সবটাই কিন্তু বয়ে আনে ফুল

ফুল আমাদের আনন্দের সঙ্গী, আবার দুঃখেরও

ফুল দিয়ে ঘর সাজালে ভাল লাগে। সৌন্দর্য বাড়ে ঠাকুর আসনের। আবার উপহারেও ফুল পেতে ভাল লাগে

তবে ফুলদানিতে ফুল ভাল থাকে তখনই যদি নিয়ম করে জল বদলে নেন

এমনিই ডেঙ্গির বাড়বাড়ন্ত, ফুলদানির জমা জলে মশার লার্ভা জন্মাতে পারে

রোজ ফুলদানির জল পরিবর্তন করুন। টানা ২ দিনের বেশি রাখবেন না