যে কোনও মহিলার কাছেই শাড়ি হলো ইমোশন
প্রতিটি শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে এক একরকম গল্প, স্মৃতি
আর তাই শাড়িকে যত্নে আগলে রাখতে হয়
শাড়িকে যত বেশি আগলে রাখবেন ততই বাড়বে শাড়ির সঙ্গে সখ্যতা। দামি শাড়ি সব সময় কেচে ফেলা যায় না
তাই বাইরে থেকে ফিরলে আগে শাড়ি রোদে দিয়ে ঘাম শুকিয়ে নিন। তাই বলে খুব কড়া রোদে ফেলে রাখবেন না। শেডের তলায় দেবেন।
মাইল্ড ডিটারজেন্ট দিয়ে শাড়ি কাচুন। বিশেষত সিল্ক, ক্রেপ, জর্জেট। এতে শাড়ি নষ্ট হবার সম্ভাবনা কম।
ওভার নাইট শাড়ি সাবান জলে ভিজিয়ে রাখবেন না। শাড়ি পরিষ্কার করে কাচার সময় জলে সামান্য নুন ফেলে দিতে পারেন। আলমারিতে কিন্তু ন্যাপথলিন দিতে ভুলবেন না