ত্বকে ব্যথা-যন্ত্রণা, জ্বালা এবং ফোলাভাব কমানোর জন্য বরফের জুড়ি মেলা ভার

প্রতিদিন এক টুকরো বরফ ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে

প্রতিদিন বাইরে থেকে ফিরে ভালো করে মুখ পরিষ্কার করে এক টুকরো বরফ ঘষে নিন

শুধু বরফও মুখে ঘষতে পারেন, আবার বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে আইস কিউব তৈরি করে তাও লাগাতে পারেন

অ্যালোভেরা এবং বেসিল, উভয় প্রাকৃতিক উপাদানই ত্বকের জন্য চমৎকার

বেসিল পাতা গুঁড়ো করে এক কাপ জলে মেশান। এতে দুই চা চামচ অ্যালোভেরা জেলও মিশিয়ে দিন

সব উপকরণ ভালো ভাবে মেশানো হয়ে গেলে একটি আইস কিউব ট্রেতে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিন। বরফ জমে গেলে এক একটা করে কিউব মুখে ঘষুন

এক কাপ গোলাপ জলের সঙ্গে এক কাপ সাধারণ জল মিশিয়ে আইস কিউব ট্রেতে ঢেলে দিন। ফ্রিজে রাখুন বেশ কিছুক্ষণ। বরফ জমে গেলে এক একটা করে কিউব প্রতিদিন মুখে ঘষুন

শসা এবং লেবু অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে, ত্বকের সতেজতা বাড়ায়। এই আইস কিউব ত্বকের রক্ত সঞ্চালন বাড়াবে, ব্রণ, ব়্যাশ এবং ত্বকের লালচেভাব দূর করবে

প্রথমে শসার পেস্ট তৈরি করে নিন। এর সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে আইস কিউব ট্রেতে ঢেলে ফ্রিজে রাখুন কয়েক ঘণ্টা। তারপরে মুখে লাগিয়ে নিন