প্রথমে আপনার ফোন থেকে Instagram অ্যাপটা খুলুন।
এবার উপর থেকে প্লাস আইকনে ট্যাপ করুন।
ড্রপ ডাউন মেনু থেকে স্টোরি বাছাই করে নিন।
ক্যামেরা স্ক্রিনে লাইভ স্ন্যাপশট নিতে পারেন। আবার আপনার ফোনে ইতিমধ্যেই থাকা কোনও ছবি বাছতে পারেন।
ফিল্টার, স্টিকার্স যা যা দিতে চান, সব দিয়ে দিন।
এবার মিউজ়িক স্টিকারে গিয়ে তালিকা থেকে আপনার পছন্দের গানটি বেছে নিন। পাশাপাশি সেভড অপশন থেকেও বাছতে পারেন অথবা ব্রাউজ়ও করে নিতে পারেন।
ডান অপশনে ট্যাপ করুন।
সব কাজ সারা। এবার নিজের স্টোরিতে একবার ট্যাপ করে যাচাই করে নিন।