গরমে বেড়েছে চুলের নানা সমস্যা
গরমে ঘামে চুলের বারোটা বাজছে
এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীকরে?
শুধু ত্বকের যত্নেই নয়,চুলের জন্য়ও টকদই খুব উপকারি
নারকেল তেলে মধু মিশিয়ে ফুটিয়ে নিন
ঠাণ্ডা করে তাতে টকদই মিশিয়ে মাখুন
অলিভ অয়েলের সঙ্গে দই ও তুলসী পাতা মিশিয়ে মাখলেও কাজ হবে
লেবুর রস ও টকদই একসঙ্গে মিশিয়ে লাগেলও দূর হবে সমস্যা
এছাড়া লাগাতে পারেন বেসন ও টকদই