এক কাপ জল ফুটিয়ে কয়েক চামচ কস্টিক সোডা দিয়ে দিন
একটি কাঠের চামচ দিয়ে ঘনঘন নাড়তে থাকুন
অ্যালোভেরার পাতা থেকে শাঁস বের করে আমন্ড অয়েল, নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন
তেলমিশ্রিত অ্যালোভেরার শাঁস পাত্রের জলে দিয়ে দিন
ঘনঘন নাড়বেন যেন স্টিকি হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন
কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে নিন
মিশ্রণটি সাবানের ছাঁচে রেখে ঠান্ডা করুন। ৫ ঘণ্টা পর এটি ডিপ ফ্রিজে রাখুন। পরদিন সকালে বের করলেই তৈরি সাবান