WhatsApp খুলুন প্রথমে। তারপরে চলে যান Settings অপশনে। 

এবার Account অপশনে ক্লিক করুন। 

Change Number অপশনটি বেছে নিন। 

একটি বক্স দেখতে পাবেন, সেখানে আপনার নতুন নম্বরটি দিয়ে দিন।

স্ক্রিনের ঠিক উপর থেকে Done অপশনে ট্যাপ করুন। 

সব কাজ শেষ। এবার আপনাকে নম্বরটি ভেরিফাই করতে বলা হবে।