আসলে জাল নোট দেখতে আসল টাকার মতো হলেও এর কোনও মূল্য নেই।
জাল নোট নিয়ে প্রতারিত হয়ে থাকলে আজই মোবাইলে কিছু অ্যাপ ডাউনলোড করে নিন।
INR Fake Note Check Guide অ্যাপটি জাল নোট সম্পর্কে সচেতনতা দেয়।
নোটের ছবি অ্যাপটিতে Enter করলে এটি বলে দেয় যে নোটটি নকল নাকি আসল।
Chkfake অ্যাপটি iOS এবং অ্যান্ড্রয়েড ইউজ়াররা ব্যবহার করতে পারবেন।
কোনও নোট ভুয়ো কি না যাচাই করতে এতে নোটের ছবি আপলোড করলেই সব পরিষ্কার হবে।
Counterfeit Money Detector হল একটি আন্তর্জাতিক অ্যাপ।