প্রত্যেকটা ভারতীয়দের কাছে প্যান (PAN) কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি।
আপনার অজান্তে প্যান কার্ডটি ভুল জায়গায় ব্যবহার করা হচ্ছে কি না, জানা উচিত।
Equifax, Experian, Paytm, Bank Bazaar- এরকম যেকোনও একটি সাইট খুলুন।
তারপর ওয়েসাইটে ‘চেক ক্রেডিট স্কোর’ অপশন সার্চ করুন।
জন্ম তারিখ, ইমেইল আইডি, মোবাইল নম্বর এবং প্যান কার্ড নম্বর দিতে হবে।
মোবাইল নম্বর দিলে একটি OTP আসবে, সেটি ওয়েবসাইটে Enter করুন।
আপনি ক্রেডিট স্কোর দেখতে পাবেন ও জেনে যাবেন প্যান কার্ডের তথ্যের ভিত্তিতে ঠিক কী চলছে।