গরম ঘামে ফুরফুরে আমেজ এনে দিতে পারফিউমের জুড়ি মেলা ভার
সুগন্ধীর ব্যবহার বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত। আগের দিনে গরম পড়লেই সন্ধেবেলা পাড়ায় পাড়ায় বিক্রি হত বেলফুলের মালা
আজকের দিনে সুগন্ধীর প্রকার আর বিস্তার বেড়েছে অনেকগুণ, ইচ্ছে করলেই অজস্র সুগন্ধীর সম্ভার থেকে মনের মতো সুগন্ধী বেছে নিতে পারেন আপনি
সাধারণত সুমিষ্ট এবং হালকা গন্ধই পছন্দ অধিকাংশ জনের ক্ষেত্রে। উগ্র গন্ধ অনেকক্ষণ থাকলেও তা মোটেই মন জয় করতে পারে না
জেসমিন, রোজ়, অরেঞ্জ ব্লসম, গার্ডেনিয়ার মতো অসংখ্য ফ্লোরাল পারফিউম রয়েছে, যা এককথায় মন ভাল করে
ফ্রুটি সুগন্ধের মধ্যে একটা হালকা, চনমনে ব্যাপার আছে যা গুমোট গরমের মধ্যেও একঝলক তাজা হাওয়া এনে দেয়
রোজ়মেরি, ল্যাভেন্ডার, সেজ, কিউমিনের মতো অজস্র অ্যারোমেটিক সুগন্ধ রয়েছে। এগুলোও খুব ভাল কাজ করে