কাঠের বেলন-চাকি সরাসরি জলে ধোবেন না। এতে কাঠ জল শুষে ফুলে যায়।
রুটি বেলার পর বেলন-চাকি ভিজে কাপড় দিয়ে মুছে নিন।
যদি বেলনে আটা বা ময়দা লেগে থাকে, তাহলে স্ক্রাব দিয়ে ঘষে নিন।
সপ্তাহে একবার লেবু ও নুন দিয়ে বেলন-চাকি পরিষ্কার করে নিন।
দু'টুকরো করে লেবু কেটে নিন। বেলনে নুন মাখিয়ে লেবু দিয়ে স্ক্রাব করুন।
এরপর ভিজে কাপড দিয়ে বেলন-চাকি ভাল করে মুছে নিন।
এরপর বেলন-চাকি ভাল করে শুকিয়ে নিয়ে তারপর তুলে রাখুন।