বাইকের বিভিন্ন যন্ত্রাংশ, টায়ার নিয়মিত পরিষ্কার করুন।

কড়া রোদে বাইকের চকচকে ভাব চলে যায়। তাই বাইক সবসময় ছায়ায় পার্ক করুন।

চেষ্টা করুন বাইকের কভার ব্যবহার করতে।

তাতে বাইকে ধুলো-বালি কম পড়বে।

বাইক পরিষ্কার করার জন্য বেশ কিছু সরঞ্জামের ব্যবহার করুন।

বাইক পরিষ্কারের আগে দেখে নিন বাইক যেন ঠান্ডা থাকে।

বাইক ভালভাবে ধোয়ার পরে একটি নরম কাপড় দিয়ে মুছে নিন।