চা বসিয়ে অন্য় কাজে হাত দিয়েছেন আর এই দিকে চায়ের বাটি পুড়ে ছাই
এই ঘটনা খুবই সাধারণ
এতে চা তো নষ্ট হলই অন্য়দিকে চায়ের বাটিও যায় পুড়ে
পোড়া বাটির দাগ তুলতে হিমশিম খেতে হয় তখন
ঘরোয়া উপায়ে এই বাটির কালো দাগ থেকে মুক্তি পাবেন কী করে?
চায়ের পাত্র বেকিং সোডা দিয়ে মাজুন
পাতিলেবুর রস দিয়ে ঘষে নিন পাত্র
নুন ছড়িয়ে কিছুক্ষণ রেখে ঘষে মেজে নিন
বেকিং সোডা ও ভিনিগার একসঙ্গে মিশিয়ে মাজুন